মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল (শুক্রবার) ভার্জিনিয়া অঙ্গরাজ্যের এন্ড্রু বেস এয়ারপোর্টে এয়ার ফোর্স ওয়ানের সিঁড়িতে তিন দফায় হোঁচট খেয়েছেন। তবে তিনি কোনও আঘাত পাননি বলে হোয়াইট হাউস জানিয়েছে। হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক জানান, ওই ঘটনার সময় দমকা বাতাস প্রবাহিত হচ্ছিল। ফলে তীব্র বাতাসের মধ্যে ওপরে উঠতে তাকে বেশ বেগ পেতে হচ্ছিল।
গত ১৬ মার্চ আটলান্টার তিনটি বডি ম্যাসাজ পার্লারে হামলা চালায় এক বন্দুকধারী। এতে ছয় এশীয় নারীসহ আট জন নিহত হন। এ ঘটনায় স্থানীয় শুক্রবার স্থানীয় এশিয়ান-আমেরিকান কমিউনিটি নেতাদের সঙ্গে বৈঠকের কর্মসূচি ছিল বাইডেনের। সেখানে যাওয়ার প্রাক্কালেই এয়ার ফোর্স ওয়ানের সিঁড়িতে দফায় দফায় হোঁচট খান তিনি।
দীর্ঘ সিঁড়ি বেয়ে প্লেনে ওঠার সময় সিঁড়ির মাঝপথে তিন দফায় পা ফসকে যায় বাইডেনের। প্রথম দফায় ডান হাতে রেলিং আর বাম হাতে সিঁড়ির মেঝেতে ভর দিয়ে নিজেকে রক্ষা করেন তিনি। এর পরপরই দ্বিতীয় দফায় হোঁচট খান। এবারও একইভাবে উঠে দাঁড়াতে সমর্থ হন। ফের একই ঘটনা ঘটে। তবে এবার আর নিজেকে সামলে রাখতে পারেননি ৭৮ বছরের এই রাজনীতিক। পড়ে যান সিঁড়ির ওপর। পরে সামান্য বিরতি দিয়ে বাকি সিঁড়ি পার হন তিনি।
বিমানের দরজায় পৌঁছে অন্যদের অভিবাদন জানিয়ে আটলান্টার উদ্দেশে যাত্রা করেন বাইডেন।
এর আগে গত বছরের শেষ দিকেও একবার পায়ে চোট পেয়েছিলেন বাইডেন। ওই সময় নিজের পোষা কুকুরের সঙ্গে খেলার সময় পায়ে আঘাত পান তিনি। তখন এ নিয়ে তাকে চিকিৎসকের শরণাপন্নও হতে হয়েছিল।#