ভারতের মহারাষ্ট্রের পুনেতে করোনার টিকা কোভিশিল্ড প্রস্তুতকারী সংস্থা সেরাম ইনস্টিটউটে আগুন লেগে পাঁচজনের মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় মহারাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুণের জেলা প্রশাসক এই খবর নিশ্চিত করেছেন।
আজ (বৃহস্পতিবার) দুপুরের দিকে পুনেতে সেরামের মঞ্জরির কারখানার চতুর্থ ও পঞ্চম তলায় আগুন লাগে। ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। এরপরই গোটা এলাকায় আতঙ্ক তৈরি হয়। খবর পেয়েই অগ্নিনির্বাপণ বাহিনী পৌঁছে যায় ঘটনাস্থলে।
গত শনিবার থেকে দেশে টিকাকরণ কর্মসূচির শুরুর পর মজুদ থাকা কোভিশিল্ডের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে সেরামের পক্ষ থেকে জানানো হয়েছে, যেখানে আগুন লেগেছে, সেখান থেকে অনেকটা দূরে করোনাভাইরাস টিকা তৈরি ও মজুত রাখা হয়েছে। তাই কোভিশিল্ডের ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা নেই।
পুনের মেয়র মুরলীধর মোহল জানিয়েছেন, দুপুর ২টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পায় দমকল বাহিনী। ঘটনা স্থলে দমকলের ১০ টি ইউনিট কাজ করছে।
তিনি আরও জানান, "আগুন নিয়ন্ত্রণে আসার পর উদ্ধার করা হয় ওই পাঁচজনের মৃতদেহ। সম্ভবত নির্মীয়মাণ বাড়িটির ছ’তলায় আটকে পড়েছিলেন তাঁরা। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আর বের হতে পারেননি।’’#