কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শিবিরে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। সোমবার বিকেলে ৪টায় বালুখালীর ৮ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। তাদের সঙ্গেে যোগ দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও রোহিঙ্গারা।এরমধ্যেই আগুন ৮ নম্বর ক্যাম্প থেকে ৯ নম্বরে ক্যাম্পে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত অন্তত ৩ শতাধিক ঘর পুড়ে গেছে বলে জানা গেছে। এ ঘটনায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। এর আগে গত তিন মাসে রোহিঙ্গা শিবিরে ছোট-বড় ১০টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।#
পার্সটুডে/মো.আবুসাঈদ/২২