‘চলো চলো আরাকান চলো’ শ্লোগানে প্রকম্পিত কক্সবাজারের রোহিঙ্গা শিবির

Bangla Radio 8 views
‘চলো চলো আরাকান চলো’ শ্লোগানে সোচ্চার হয়ে কক্সবাজারের আশ্রিত রোহিঙ্গারা স্বেচ্ছায় নিজ দেশ মিয়ানমারের আরাকান (রাখাইন) রাজ্যে ফিরে যাবার দাবিতে আজ (রবিবার) সকালে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে।

কক্সবাজার সীমান্তবর্তী ৩৪টি শিবিরে আশ্রিত রোহিঙ্গারা আজ সকাল থেকে প্রবল বর্ষণ উপেক্ষা করেই শিবিরের বাইরে এসে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত একঘণ্টার ‘গো হোম’ কর্মসূচিতে অংশ নেয়। এ সময় আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের জন্য রোহিঙ্গারা নানা শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করেছেন। ইংরেজিতে লেখা ‘উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট রাইটস, উই ওয়ান্ট টু গো ব্যাক টু আওয়ার মাদারল্যান্ড’সহ বিভিন্ন দাবি দাবি তুলেছেন অংশগ্রহণকারীরা।

রোহিঙ্গাদের আজকের কর্মসূচি প্রসঙ্গে কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন বিষয়ক অতিরিক্ত কমিশনার মোঃ সামসুদ্দোজা রেডিও তেহরানকে বলেন, রোহিঙ্গারা তাদের নিজ দেশে ফেরত যেতে চায়, এটা আন্তর্জাতিক মহলকে জানান দিতেই তারা নিজ উদ্যোগে ‘গো হোম” কর্মসূচি পালন করেছে।

প্রতি বছর রোহিঙ্গারা প্রত্যাবাসন ও অধিকার নিয়ে গণজমায়েত, মানববন্ধন ও সমাবেশের নেপথ্যে একাধিক সংগঠন আয়োজন করলেও এবারের মানববন্ধনের আয়োজনে কোনো সংগঠনের নেতৃত্ব ছিল না বলে জানায় রোহিঙ্গারা। তারা নিজেরা নিজেদের অধিকার আদায়ে যার যার মতো ঐক্যবদ্ধ হয়ে প্রতিটি ক্যাম্পে মানববন্ধন করেছে বলে জানায়।#

Add Comments