রাশিয়ান স্পুটনিক ভ্যাকসিনের উপাদান পৌঁছল ইরানে

Bangla Radio 28 views
রাশিয়ান স্পুটনিক ভ্যাকসিনের সপ্তম উপাদান আজ ইরানে পৌঁছেছে।

ইরানি বার্তা সংস্থার তথ্য অনুসারে জানা গেছে, আরো একলক্ষ ডোজ রাশিয়ান স্পুটনিক-ভি ভ্যাকসিনের উপাদান আজ তেহরানে পৌঁছেছে।

ইরান ও রাশিয়ার উভয় পক্ষের সহযোগিতায় ইরানে ভ্যাকসিনের যৌথ উৎপাদন প্রক্রিয়া শুরু হয়েছে। আর এরিই ধারাবাহিকতায় আজ আরো একলক্ষ ডোজ রাশিয়ান স্পুটনিক-ভি ভ্যাকসিনের উপাদান মহান এয়ারলাইন্সের মাধ্যমে তেহরানে পৌঁছেছে।#

Add Comments