ইমাম আলী (আ.)’র শাহাদাতবার্ষিকী উপলক্ষে ইফতার বিতরণ

Bangla Radio 37 views
২১রমজান রসুল (স.)’র শ্রেষ্ঠ সাহাবী হজরত ইমাম আলী (আ.)’র পবিত্র শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ ইফতার বিতরণ করেছে খুলনাস্থ শিয়া মুসলমানদের ধর্মীয় সংগঠন আঞ্জুমান এ পাঞ্জাতানি।

গরিব, দুস্থ ও অসহায়দের মধ্যে ইফতার বিতরণ একটি গুরুত্বপূর্ণ মানবিক ও ইসলামিক কাজ। এ কাজে যারা সহায়তা করে তাদের পুরষ্কার স্বয়ং আল্লাহ দান করবেন।

যদি কেউ কাউকে ইফতার করায় তার জন্য রয়েছে অতিরিক্ত সাওয়াব। আর এতে ইফতার গ্রহণকারী ও ইফতারের আয়োজনকারী কারোরই সাওয়াব কমে যায় না।

সিয়াম সাধনা বা রোজা পালন সমাজে সাহায্য-সহযোগিতা, সমবেদনা তথা সহমর্মিতা প্রদর্শনের অন্যতম মাধ্যম। মাহে রমজানে সমাজের অসহায়, হতদরিদ্র, দুর্বল, পীড়িত, অসুস্থ, অনাথ, ছিন্নমূল ও প্রাকৃতিক দুর্যোগকবলিত নিরন্ন মানুষের খোঁজখবর রাখা, তাদের খাওয়া-পরার ব্যবস্থা করা, সেহ্‌রি-ইফতারের আয়োজন করা, যথাসম্ভব সাধ্য অনুযায়ী পরোপকারে ব্যস্ত থাকা জরুরি।#

Add Comments