২১রমজান রসুল (স.)’র শ্রেষ্ঠ সাহাবী হজরত ইমাম আলী (আ.)’র পবিত্র শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ ইফতার বিতরণ করেছে খুলনাস্থ শিয়া মুসলমানদের ধর্মীয় সংগঠন আঞ্জুমান এ পাঞ্জাতানি।
গরিব, দুস্থ ও অসহায়দের মধ্যে ইফতার বিতরণ একটি গুরুত্বপূর্ণ মানবিক ও ইসলামিক কাজ। এ কাজে যারা সহায়তা করে তাদের পুরষ্কার স্বয়ং আল্লাহ দান করবেন।
যদি কেউ কাউকে ইফতার করায় তার জন্য রয়েছে অতিরিক্ত সাওয়াব। আর এতে ইফতার গ্রহণকারী ও ইফতারের আয়োজনকারী কারোরই সাওয়াব কমে যায় না।
সিয়াম সাধনা বা রোজা পালন সমাজে সাহায্য-সহযোগিতা, সমবেদনা তথা সহমর্মিতা প্রদর্শনের অন্যতম মাধ্যম। মাহে রমজানে সমাজের অসহায়, হতদরিদ্র, দুর্বল, পীড়িত, অসুস্থ, অনাথ, ছিন্নমূল ও প্রাকৃতিক দুর্যোগকবলিত নিরন্ন মানুষের খোঁজখবর রাখা, তাদের খাওয়া-পরার ব্যবস্থা করা, সেহ্রি-ইফতারের আয়োজন করা, যথাসম্ভব সাধ্য অনুযায়ী পরোপকারে ব্যস্ত থাকা জরুরি।#