ইরানের বর্তমান প্রেসিডেন্ট হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি পবিত্র মহররমের শোকানুষ্ঠানে নিজেই ওয়াজ করেছেন। তিনি আশুরা উপলক্ষে তার বক্তব্যে বলেন, আশুরার চিহ্ন হলো ন্যায়বিচার প্রতিষ্ঠা করা, অন্যের অধিকার সমানভাবে দেয়া।
তিনি আরো বলেন, আশুরা সব যুগে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটি নিশ্চিত শিক্ষাকেন্দ্র। সমাজে কিভাবে বাঁচতে হবে সে শিক্ষা আশুরা আমাদেরকে দিয়েছে।
প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বুধবার সন্ধ্যায় মহররমের বিশাল এক শোক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন।
তিনি বলেছিলেন: আমাদেরকে ইমাম হোসাইন (আ.)'র চিন্তাভাবনা, আচার-আচরণ এবং কর্ম থেকে শিক্ষা নিতে হবে। কারবালার ঘটনা থেকে শিক্ষা নিয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিপ্লব সংগঠিত হয়েছিল। আমাদের সমাজের মর্যাদা ও সমৃদ্ধির জন্য অবশ্যই ইমাম হুসাইন (আ.)'র ন্যায় সংগ্রাম করতে হবে।
তিনি আহবান জানিয়ে বলেন, আসুন আমরা আশুরার বিদ্রোহ যে উদ্দেশ্য নিয়ে পরিচালিত হয়েছিল সেদিকে ধাবিত হই। #