তাজিকিস্তান গেলেন ইরানের প্রেসিডেন্ট; যোগ দেবেন এসসিও'র শীর্ষ সম্মেলনে

Bangla Radio 25 views
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি আজ (বৃহস্পতিবার) তাজিকিস্তান সফরে গেছেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটিই তার প্রথম বিদেশ সফর।

তাজিকিস্তানের রাজধানী দোশাম্বেতে পৌঁছার পর বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী কাহের রাসুলজাদে। রায়িসির সফরসঙ্গী হিসেবে ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ মুখবের এবং কয়েকজন মন্ত্রী রয়েছেন।

তেহরান ত্যাগের আগে তিনি বলেছেন, তার সরকার আঞ্চলিক সহযোগিতা বাড়ানোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।

তাজিক প্রেসিডেন্ট ইমাম আলী রাহমানের আমন্ত্রণে ইব্রাহিম রায়িসি সেদেশে গেছেন। সেখানে তিনি সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও'র শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

এছাড়া তিনি এই সম্মেলনে অংশগ্রহণকারী কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করবেন বলেও কথা রয়েছে।

সন্ত্রাসবাদ ও উগ্রতা মোকাবেলা এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ২০০১ সালে সাংহাই সহযোগিতা সংস্থা গঠিত হয়। ইরান এই সংস্থার পর্যবেক্ষক সদস্য। #

Add Comments