সিবিআই-ইডি থেকে বাঁচতে বিজেপির জুতো পালিশ করছে শুভেন্দু : কুণাল ঘোষ

Bangla Radio 8 views
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে টার্গেট করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, সিবিআই-ইডি থেকে বাঁচতে বিজেপির জুতো পালিশ করছে শুভেন্দু অধিকারী। তিনি আজ (বৃহস্পতিবার) এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।

রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও দলীয় মুখপাত্র কুণাল ঘোষ আজ বলেন, ‘তথাকথিত লোডশেডিংয়ে যেটা বিধায়ক তিনি চূড়ান্ত কুরুচিকর কথাবার্তা বলেছেন। আমি খুব স্পষ্টভাবে বলতে চাই কাদের দেখাচ্ছেন সিবিআই, কাদের দেখাচ্ছেন ইডি? শুভেন্দু অধিকারী একটা চোর, একটা ব্ল্যাকমেলার। নিজে (কেন্দ্রীয় তদন্ত সংস্থা) সিবিআই, ইডি থেকে বাঁচতে গিয়ে বিজেপির জুতো পালিশ করছে। কোন সাহসে, কোন নৈতিকতায় সে অভিষেক-রুজিরা সম্পর্কে মন্তব্য করতে যায়? সিবিআইকে যদি নিরপেক্ষ দেখাতে হয় এবং বিজেপিকে সিবিআই নিয়ে একটা শব্দ উচ্চারণ করতে হয় তাহলে আগে ওই চোর, ব্ল্যাকমেলার, তোলাবাজ শুভেন্দু অধিকারী সিবিআইয়ের এফআইআর-এ যার নাম রয়েছে, নারদা আর্থিক দুর্নীতিতে ক্যামেরার সামনে কাগজে মুড়ে নিচ্ছে (টাকা)। ‘সারদা’  মামলায় সুদীপ্ত সেন লিখিত বয়ান দিয়েছেন কোর্টে। কত কোটি কোটি টাকা নিয়েছে,একটা ব্ল্যাকমেলার! এফআইআর-এ যার নাম রয়েছে, সেই শুভেন্দু অধিকারীকে দেখতে  সিবিআই পায় না? শুভেন্দু অধিকারীকে অবিলম্বে গ্রেফতার করে হেফাজতে রাখতে হবে’   বলেও মন্তব্য করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ মন্তব্য করেন।

আজ (বৃহস্পতিবার) কয়লা দুর্নীতি কাণ্ডে  কমপক্ষে ৬ ঘণ্টা ধরে তৃণমূলের সাধারণ সম্পাদক  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।বিদেশে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় নিয়েই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের দাবি-বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন, তার এ ধরণের মন্তব্য করার অধিকার নেই বলেও  মন্তব্য করেন কুণাল ঘোষ। #       

Add Comments