বিজেপিতে আশ্রয় নেওয়া দুর্নীতিগ্রস্তদের অবিলম্বে গ্রেফতার করতে হবে : কুণাল ঘোষ

Bangla Radio 7 views
ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বিজেপিতে আশ্রয় নেওয়া দুর্নীতিগ্রস্তদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। তিনি আজ (সোমবার) কোলকাতায় এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

কুণাল ঘোষ আজ বিশেষ করে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে টার্গেট করে ওই মন্তব্য করেন। কুণাল ঘোষ নারদা আর্থিক দুর্নীতি ও বেআইনি অর্থলগ্নি সংস্থা সারদা দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ করে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর তীব্র সমালোচনা করেন। একইসঙ্গে ওই ইস্যুতে কেন্দ্রীয় বিজেপি সরকার ও বিজেপি নেতাদের কঠোর সমালোচনা করেন।

কুণাল ঘোষ আজ বলেন, ‘আমার স্পষ্ট দাবি, বিজেপিতে যারা আশ্রয় নিয়েছে, তারাসহ সব ষড়যন্ত্রী, উপভোক্তাদের অবিলম্বে ‘সারদা’ এবং সবক’টি চিটফাণ্ড মামলায় গ্রেফতার  করতে হবে এবং হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাতে হবে। সারদা কর্তা সুদীপ্ত সেন ২০২০ সালে আদালতে লিখিতভাবে জানান শুভেন্দু অধিকারী কী কী ভাবে টাকা নিয়েছেন। কীভাবে ব্ল্যাকমেল করেছে শুভেন্দু। কত টাকা নিয়েছে, কাথি পৌরসভায় সুদীপ্ত সেনের অভিযোগ-৫০ লক্ষ টাকার ড্রাফট এবং পরবর্তীতে নানা কারণ দেখিয়ে  লক্ষ-লক্ষ, কোটি-কোটি টাকা নিয়েছে। কোথায় গেল কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই? কেন ছাড় পাবে শুভেন্দু অধিকারী?’ 

বিজেপিতে থাকলে দুর্নীতিগ্রস্তদের কাউকে সিবিআই তলব করছে না, সিবিআইকে বিজেপি নেতারা নিয়ন্ত্রণ করছেন বলেও মন্তব্য করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি নারদা, সারদা মামলাসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত যারা বিজেপিতে আছেন তাদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন।     

সম্প্রতি এসব মামলাসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগের তদন্তে তৃণমূলের কয়েকজন নেতাকে সিবিআই-ইডি কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করায় এবং বার বার তলব করায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই-ইডি ও কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন তৃণমূল নেতারা। এসব ইস্যুতে একপেশে মনোভাব নেওয়া হচ্ছে বলে তাদের অভিযোগ।#   

Related

Add Comments