বিজেপি ‘বর্ডার সিকিউরিটি ফোর্স’কে বিজেপি সিকিউরিটি ফোর্সে পরিণত করেছে : কুণাল ঘোষ

Bangla Radio 3 views
ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, বিজেপি বর্ডার সিকিউরিটি ফোর্সকে বিজেপি সিকিউরিটি ফোর্সে পরিণত করেছে।

বাগদা সীমান্তে সম্প্রতি বিএসএফের দুই জওয়ানের বিরুদ্ধে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ প্রসঙ্গে তিনি আজ (রোববার) এক প্রতিবাদ সমাবেশে ওই মন্তব্য করেন।

কুণাল ঘোষ বিজেপিকে নিশানা করে বলেন, ‘ওরা শুধু পাচার, পাচার বলে চিৎকার করে যাচ্ছে। আরে ভাই, সীমান্ত তোমাদের, কাঁটাতার তোমাদের, স্বরাষ্ট্রমন্ত্রক তোমাদের, বিএসএফ তোমাদের। আর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে! এই নাটক কতদিন চলবে?  যদি কোথাও কেউ ভুল করে থাকেন আমাদের দলের, শীর্ষ নেতৃত্ব আছেন, দেখছেন। আইন আইনের পথে চলবে। কিন্তু তোমরা কারা? কে সিপিএম, কে বিজেপি? আকন্ঠ দুর্নীতিতে ডুবে আছে বিজেপি। ওটা ভারতীয় জনতা পার্টি নয়, এখন তো বিজেপি সম্পূর্ণভাবে বিএসএফকে বর্ডার সিকিউরিটি ফোর্স থেকে বিজেপি সিকিউরিটি ফোর্সে পরিণত করে ছেড়েছে। রাজনীতির কাজ করাচ্ছে, সন্ত্রাসের কাজ করাচ্ছে, ধর্ষণের কাজ করাচ্ছে! এটা কী করে হতে পারে?’        

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যদি কাশীপুরে একটা মিথ্যা নাটকে যেতে পারেন, আপনাকে বাগদার এই জিৎপুরে ওই পটলের খেতে দাঁড়িয়ে মায়েদের আকছে ক্ষমা চাইতে আসতে হবে। সেদিন সকালবেলা একটা মৃতদেহ দেখে শুকুনের রাজনীতি করতে চলে গেলেন, চার আনার চারটে বিজেপির দালালের কথা শুনে! কী ভেবেছিলেন? তৃণমূল মেরেছে? না, দেখা গেছে তৃণমূল মারেনি। তারপরে  ওদিকে কেউ তাকিয়ে দেখছে না। তার জন্য যদি মায়াকান্না হয়, আপনার ফোর্স যা করেছে সেজন্য কী একটা টুইট করেছেন? একটা ক্ষমা চেয়েছেন? কাশীপুরের নাটক থেকে আপনি বাংলার সম্মানের দিকে আঙ্গুল তুলেছিলেন। আজ বাগদার ঘটনার জন্য দিল্লি থেকে এই পটলের খেতে এসে ক্ষমা চাইতে হবে। কাশীপুরে যদি যেতে পারেন, কেন এখানে আসবেন না?’                                                

বাগদা সীমান্তের জিৎপুর এলাকায় বিএসএফের দুই জওয়ানের বিরুদ্ধে সম্প্রতি ধর্ষণের অভিযোগ ওঠায় সে সম্পর্কে আজ রাজ্যের মন্ত্রী শশী পাঁজা,  তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ, বনগাঁর সাবেক এমপি মমতা ঠাকুর, বাগদার তৃণমূল নেতৃবৃন্দ ও অন্যরা বাগদার কাশীপুর হাইস্কুল মাঠে এক প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন।#   

Related

Add Comments