১০০ দিনের কাজের টাকা দাও, নইলে বিজেপি সরকার বিদায় নাও : মমতা

Bangla Radio 10 views
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ১০০ দিনের কাজের টাকা দাও, নইলে বিজেপি সরকার বিদায় নাও। তিনি আজ (সোমবার) বর্ধমানের এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে কেন্দ্রীয় বিজেপি সরকারকে টার্গেট করে ওই মন্তব্য করেন।

মমতা বলেন, আমি দুঃখের সঙ্গে বলছি, বিজেপির লোকেরা ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। কত কষ্ট করে লোকেরা ১০০ দিনের প্রকল্পের কাজ করে। সংবিধানের নিয়ম হচ্ছে, কাজ করার ১৫ দিনের মধ্যে তার টাকাটা দিতে হবে। আমাদের এখান থেকে কেন্দ্রীয় সরকার টাকা তুলে নিয়ে যায়। তার থেকে একটা ভাগ আমরা পাই। এটা ওদের টাকা দিচ্ছে, তা নয়। কিন্তু ৬ মাস ধরে বিজেপি সরকার আমাদের ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না। আমরা অবিলম্বে চাই, ১০০ দিনের কাজের টাকা দাও, নইলে বিজেপি বিদায় নাও। গরীব লোকেদের টাকা আটকে রাখা যাবে না।’ 

তিনি বলেন, ‘বাংলার বাড়ি’, ‘বাংলার সড়ক’ প্রকল্পেও টাকা আটকে রেখে দেওয়া হয়েছে। আমি এমপিদের একটা প্রতিনিধিদল দিল্লি পাঠিয়েছিলাম। দেখি তারপরে কী করছে। তা না হলে হয়ত আমাকেও দিল্লি যেতে হতে পারে, এ সব সমস্যা নিরসন করার জন্য। যে কোনও রাজ্যের নিজের নামে বাড়ি থাকবে। গুজরাটে গুজরাটের নামে থাকবে। উত্তর প্রদেশে যদি উত্তর প্রদেশের নামে থাকতে পারে, রাজস্থানে যদি রাজস্তানের নামে থাকতে পারে, তাহলে বাংলার নামে প্রকল্পের নাম থাকলে আপনাদের কীসের আপত্তি?’   

বিজেপি নেতাদের টার্গেট করে মমতা আরও বলেন, ‘নির্বাচনের সময়ে বাংলায় এসে বড় বড় কথা বলবেন। দল ভাগাভাগি করবেন। হিন্দু-মুসলমান ভাগাভাগি করবেন, তফশিলি-আদিবাসী ভাগাভাগি করবেন। মানুষে মানুষে ভাগাভাগি করবেন, দাঙ্গা করবেন আর বিচ্ছেদের কথা বলবেন। আর বাংলার নামটা বলতে গেলে বাংলার নাম বলা হয়েছে কেন বলে প্রশ্ন করবেন? সেজন্য বাংলার সড়ক, বাংলার বাড়ির টাকা দেওয়া হবে না! বাংলায় ১০০ দিনের কাজের টাকা দেওয়া হবে না!’ 

মুখ্যমন্ত্রী কার্যত চ্যালেঞ্জের সুরে বলেন, ‘বাংলার কথা বারবার বলব। দেশের কথাও বলব, বাংলার কথাও বলব। ‘বাংলার বাড়ি’ চলবে, ‘বাংলার সড়ক’ প্রকল্প চলবে,  একশো দিনের কাজ চলবে।’ তিনি বলেন, বিজেপির বিরোধিতা করলেই কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই, ইডি লাগানো হচ্ছে। ভয় দেখানো হচ্ছে।

কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে মমতা বলেন, ‘এ ভাবে কী দেশ চলে? না এ ভাবে গণতন্ত্র চলে? না এভাবে জীবন চলে? কেন ভয় দেখাবেন? এখন সবাই ভয়ে ভয়ে থাকে, কয়েক লক্ষ লোক দেশ ছেড়ে চলে গেছে। খোঁজ নিয়ে দেখুন কত ব্যবসায়ী দেশ ছেড়ে চলে গেছে। পাসপোর্ট অফিসে চেক করলেই তা পাওয়া যাবে, ভিসা চেক করলেই তা জানা যাবে’ বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।#      

Related

Add Comments