ইমাম রেজা (আ.)'র মাজার ঝাড়া-মোছা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

Bangla Radio 19 views
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী মাশহাদে ইমাম রেজা (আ.)'র মাজার ঝাড়া-মোছার কাজ করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন ইরানের একদল বিশিষ্ট আলেম ও মাজারের কয়েকজন সেবক।

এই অনুষ্ঠানটি অত্যন্ত আধ্যাত্মিক পরিবেশে সম্পন্ন হয়। এ সময় কুরআন তেলাওয়াত করা হয়, জিয়ারতের দোয়া পড়া হয় এবং আহলে বাইতের ওপর জুলুম ও তাদের কষ্টের কথা স্মরণ করা হয়।

পবিত্র মহররম মাসের শেষ দিকে ঝাড়া-মোছার এই অনুষ্ঠানটির আয়োজন করা হলো।

ইরানে করোনা বা কোভিড পরিস্থিতিতে পরিবর্তন আসার পর মাশহাদ সফরে গিয়ে মহানবী হজরত মুহাম্মাদ (সা.)'র আহলে বাইতের অষ্টম নক্ষত্র ইমাম রেজা (আ.)'র মাজার ঝাড়া-মোছার কাজ করেন আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।#

Related

Add Comments